ছদ্মবেশে গরুর মাংসের দোকানে ইউএনও’র অভিযান

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
চট্টগ্রামের হাটহাজারীতে মাংসের দোকানে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন ইউএনও মো. রুহুল আমিন। ছবি: টাইমস বিডি


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাংসের দোকানে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাংস বিক্রেতাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারে মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। আটকদের একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি দুজন এখনও পুলিশ হেফাজতে আটক আছে।

এ প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন যুগান্তরকে বলেন, ‘ছদ্মবেশে সিএনজি অটোরিকশায় করে উপজেলা সদর থেকে বাসস্ট্যান্ড এলাকার দুই দোকানে মাংস কিনতে গেলাম। প্রথমজন বললেন, প্রতিকেজি মাংস এক দাম ৭০০ টাকা। পরের দোকানি বললেন, আপনাকে ৫০ টাকা সম্মান করব, ৬৫০ টাকা একদাম।’

এর পর ছদ্মবেশ খুলে ফেলেন ইউএনও। ততক্ষণে সব মাংস বিক্রেতার চোখ কপালে উঠে গেছে। মুহূর্তেই কমিয়ে দিলেন মাংসের দাম।