ঘোড়াঘাটে ‘আমিই করোনা যোদ্ধা’ রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুলতান কবির সুলতান কবির

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আঁধার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আমিই করোনা যোদ্ধা’ রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নুরজাহান অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামসুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন। বক্তব্যে তিনি বিদ্যালয়ের আশেপাশে ইভটিজিং রোধ সহ ঘোড়াঘাট এলাকার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট (২৪৫) শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন। আরো বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল খান বকুল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুস ছামাদ সরকার, হাদিউর রহমান, জাহিদ খান, বঙ্কিম চন্দ্র সরকার প্রমুখ।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ডাক্তারের ভুমিকায় দশম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থী তানভীর রানা শুভ, শ্রমিকের ভুমিকায় তৌহিদুল ইসলাম হিমেল, শিক্ষকের ভুমিকায় আব্দুল্লাহ আল নাঈম, সাংবাদিকের ভুমিকায় দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান মাহিম, পুলিশের ভুমিকায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মীর মাশরাফী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মেহেদী হাসান মাহিম।