গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত চারদিনে ইসরায়েলের হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন।

এদিকে ঈদুল ফিতরের দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ঈদের দিন ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন।

অপরদিকে, ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।

সংঘাতের শুরু, ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে।

এর একপর্যায়ে সোমবার (১০ মে) আল-আকসায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েল। এ সময় তারা মসজিদে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ করে হামাস। খবর আল-জাজিরা।