খাশোগি হত্যার ঘটনায় সিনেটের অবস্থান প্রত্যাখ্যান সৌদির

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে মার্কিন সিনেটে প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছে সৌদি।

সিনেটে গত বৃহস্পতিবার পাস হওয়া দুটি প্রস্তাব প্রতীকী এবং এ বিষয়ে আইন পাস হওয়ার সম্ভাবনাও কম। তবে এর মাধ্যমে মার্কিন আইনপ্রণেতারা সৌদি নীতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক বার্তা দিলেন।

এটিকে ‘অসত্য অভিযোগের’ ভিত্তিতে সিনেটের ‘হস্তক্ষেপ’ বলে মন্তব্য করেছে জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- সৌদি আরব মার্কিন সিনেটের সবশেষ অবস্থানের ব্যাপারে নিন্দা প্রকাশ করেছে। অসত্য অভিযোগের ভিত্তিতে এ অবস্থান নেয়া হয়েছে এবং সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তবে সৌদি বিবৃতির ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।