খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থা আবেদন খারিজ

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে একক বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে তার আইনজীবীদের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে বিচারপতি জে বিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এর ফলে খালেদা জিয়া আর নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে, গত ১২ ডিসেম্বর খালেদা জিয়ার রিটের বিভক্ত আদেশটি সমাধানের জন্য বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই আদালতে শুনানি করতে তিন দফা অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়া আইনজীবীরা। গত বৃহস্পতিবার প্রথম দফায় ও গতকাল সোমবার দুই দফা তারা অনাস্থা প্রকাশ করেন। আদালত প্রধান বিচারপতি বরাবর লিখিত অনাস্থা দিতে বলেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এসময় তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও মীর হেলাল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।