খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন, নিহত ২

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত স্থানীয় অধিবাসী। ছবি: টাইমস বিডি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক নির্মাণ শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা জানান, সোমবার সকালে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়।

এরপর সন্ত্রাসীরা নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে জনগণে ভীতি সঞ্চার করতে ব্রাশফায়ার করে।এতে দুইজন নিহত হয়।

জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে ভীতি সৃষ্টি করার লক্ষ্যে জেএসএস এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা।

পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম বলেন, ব্রাশফায়ারে দুজন নিহতের খবর শুনেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পানছড়ি থানা পুলিশ।