এসএসসি আমাদের সবার জন্যই পরীক্ষা : দীপু মনি

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

আসন্ন এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস ও ত্রুটিমুক্ত রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার সকালে চট্টগ্রামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি আমাদের সবার জন্যই পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সেই পরীক্ষা যেন হয় সম্পূর্ণভাবে প্রশ্নফাঁসমুক্ত ও নকলমুক্ত।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস হওয়া রোধে সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবক সকলেরই দায়িত্ব রয়েছে। ফাঁস হওয়া প্রশ্নে শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রবল আগ্রহ থাকে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

দীপু মনি বলেন, পরীক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করবে, সুন্দরভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। আমরা শিক্ষার্থীদের কাছে এটাই চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফলাফল পাওয়া যায় না।

এবার প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর অবস্থা নিয়েছে বলেও দাবি করেন দীপু মনি। তিনি বলেন, যারা অপকর্মে জড়িত থাকবে তারা শাস্তি পাবে।