একসঙ্গে জয়ার দুই ছবি দেখার সুযোগ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

চলতি বছরে ভারত ও বাংলাদেশে আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’ এবং ‘দেবী’। জয়া আহসান অভিনীতি ছবি দুইটি একই চলচ্চিত্র উৎসবে।

যার একটি কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ও অন্যটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাড়া জাগানো অনম বিশ্বাসের!
জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০১৯। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। যেখানে আটটি বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার বহু চলচ্চিত্র। আর এখানেই ঢাকার দর্শকরা দেখতে পারবেন জয়া আসহান অভিনীত ‘এক যে ছিলো রাজা’ এব ‘দেবী’।

এরমধ্যে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে স্থান করে নিয়েছে সৃজিত মুখার্জীর আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন জয়া আহসান। দুর্গা পূজা উপলক্ষ্যে কলকাতায় ছবিটি মুক্তি পেয়েছিলো।

অন্যদিকে সাড়া জাগানো ‘দেবী’ দেখানো হবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে।

খবরটির নিশ্চিত করেছেন ফেস্টিভাল ডিরেক্টর আহমেদ মুজতাবা জামাল।
এদিকে ‘এক যে ছিলো রাজা’র নির্মাতা সৃজিত মুখার্জী চ্যানেল আই অনলাইনকে আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এই উৎসবে তার ‘এক যে ছিলো রাজা’ প্রতিযোগিতা বিভাগে থাকলেও আরেক ছবি ‘উমা’ আছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’-বিভাগে।