উদ্ধার হয়নি সিংড়ার আ’লীগ নেতার পা, গ্রেফতার ১

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
আওয়ামী লীগ নেতার পা কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন ( ইনসেটে গ্রেফতারকৃত রফিকুল ইসলাম)

নাটোরের সিংড়ার বামিহাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পা কেটে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে রফিকুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও ওই আওয়ামী লীগ নেতার কর্তনকৃত পা উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার এসআই ইলিয়াস কবির বলেন, বামিহাল গ্রামের আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের পা কেটে নেয়া ঘটনায় জড়িত সন্দেহে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পেংহাজারকী গ্রামের আজাহার আলীর ছেলে। তবে মামলার মূল আসামি আফজাল হোসেনসহ অন্যদেরকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলামের বাম পা কেটে নেয়া ও অপর পা ভেঙে দেয় প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ কর্মী আফজাল হোসেন ও তার লোকজন। আহত মোর্শেদুল ইসলামকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়।