ইন্দোনেশিয়ায় সুনামিতে ৪৩ জনের প্রাণহানি, আহত ৬০০

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইট উপকূলীয় এলাকা ‘বানতেন’-এর একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে সমুদ্রের তলদেশে ভূমিধস থেকে সৃষ্ট সুনামিতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে সিএনএনের খবরে বলা হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বানতেন’ প্রদেশের সেরাংয়ে সুনামির আঘাতে আরো দুজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।