আবেদনের এক সপ্তাহেই মিলবে বিদ্যুৎ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের আবেদন করার সাত দিনের মধ্যেই তাদের বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এ ছাড়া শিল্পকারখানায় আবেদনের সর্বোচ্চ ২৮ দিনের মধ্যেই পাওয়া যাবে হাইভোল্টেজের বিদ্যুৎ সংযোগ।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বলা হয়, আবেদন করার সাত দিনের মধ্যে আবাসিক গ্রাহককে বিদ্যুতের সংযোগ দিতে হবে।

সিটি কর্পোরেশন এলাকায় আবেদনের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আবাস সনদ না থাকলেও তাকে বিদ্যুৎ দিতে হবে। এ ছাড়া শিল্পকারখানায় হাইভোল্টেজের বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রে শর্তগুলো সহজ করার নির্দেশ দেয়া হয়।

এসব বিষয় সঠিকভাবে পরিচালনার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

এ ছাড়া বিদ্যুৎসেবা সহজ করতে বিদ্যুৎসংক্রান্ত তথ্য গ্রাহকের মোবাইলে মেসেজের মাধ্যমে ও ইমেইলে মাসিক বিল পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।