অস্ট্রেলিয়া জয় ক্যারিয়ারের সেরা সাফল্য: কোহলি

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

বৃষ্টির কারণে সিডনি টেস্টের পঞ্চম দিন একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। তবে এই ফলে ইতিহাস গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করেছে তারা বিরাট কোহলির হাত ধরেই।

২০১৪ সালে এই সিডনিতেই ভারতের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন কোহলি। তার চার বছরের মধ্যে এই সিডনিতেই ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের বোর্ডার-গাভাস্কার ট্রফি তুলে ধরেন ৩০ বছর বয়সী কোহলি।

এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সেরা সাফল্য।’

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন কোহলি। সেই স্মৃতি মনে করে কোহলি আরো বলেছেন, ‘২০১১ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখনকার সেই দলটায় আমিই ছিলাম সর্বকনিষ্ঠ সদস্য। আমার চারপাশের মানুষগুলোকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখেছিলাম। তবে, আমি নিজে কিন্তু সে ভাবে ব্যাপারটা উপলব্ধি করতে পারিনি। অস্ট্রেলিয়ায় এটা আমার তৃতীয় সফর। এতদিন ভারতীয় ক্রিকেট দল যা পারেনি এ বার আমরা সেটাই করে দেখালাম। স্বভাবতই এই সাফল্যের জন্য আমরা গর্বিত।’

এই অস্ট্রেলিয়া জয় ক্রিকেট বিশ্বে ভারতকে নতুনভাবে তুলে ধরবে জানিয়ে কোহলি বলেছেন, ‘নির্দ্বিধায় বলতে পারি, এই জয় আমাদের দলকে নতুন পরিচিতি এনে দেবে। ভবিষ্যতে এই কীর্তির পুনরাবৃত্তি ঘটাতে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রজন্মকে এই ফল বাড়তি উত্সাহ দেবে।’