অস্কার থেকে বাদ পড়ল ‘ডুব’

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

নয়টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন ফিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী বছরের ২২ জানুয়ারি ৯১ তম অস্কারের জন্য মনোনীত ছবির নাম ঘোষণা করা হবে। অস্কারের বিভিন্ন বিভাগের ভোটে এসব ছবিকে নির্বাচিত করা হবে।

এ বছর সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অংশ নেয় ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকীর এ ছবি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

এ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে কলম্বিয়ার ‘বার্ড অব প্যাসেজ’, ডেনমার্কের ‘দ্য গিল্টি’, জার্মানির ‘নেভার লুক অ্যাওওয়ে’, জাপানের ‘শপলিপ্টার্স’, কাজাখস্তানের ‘আইকা’, লেবাননের ‘চ্যাপারনাউম’, মেক্সিকোর ‘রোমা’, পোল্যান্ডের ‘কোল্ড ওয়্যার’, দক্ষিণ কোরিয়ার ‘বার্নিং’।