অলিভিয়েরের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

সেঞ্চুরিয়ন টেস্টে ডুয়ানে অলিভিয়েরের বোলিং’র কল্যাণে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের লক্ষ্যটা বলা যায় সহজ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার জন্য। সুপারস্পোর্ট পার্কে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯০ রানে।

যার ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৪৯ রান।
৫ উইকেটে ১২৭ রান নিয়ে বৃহস্পতিবার মাঠে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে থামে ২২৩ রানে। দলের পক্ষে বাভুমা ৫৩ ও ডি কক ৪৫ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও আফ্রিদি নেন চারটি করে উইকেট। অন্য দুটি নেন হাসান আলি। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ১৮১ রান। দক্ষিণ আফ্রিকা পায় ৪২ রানের মহামূল্য লিড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফখর জামান ও ইমাম-উল-হক পাকিস্তানকে ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে আসে ৪৪ রান।

দ্বিতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি গড়েন ইমাম। পাকিস্তান পায় ১ উইকেটে ১০১ রানের দৃঢ় ভিত। এরপর আর কোনো জুটি গড়তে পারেনি সফরকারীরা। তারা শেষ ৯ উইকেট হারায় ৮৯ রানে।
এই ম্যাচে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন অলিভিয়ের। এই গতিময় পেসার প্রথম ইনিংসে ৩৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট তুলে নেন।