পাত্রের অভাবে বিয়ে করতে পারছেন না ক্যাটরিনা!

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

বলিউডে বিয়ের সানাই বেজেই চলছে। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জুনিয়র বহু অভিনেত্রী বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু ক্যাটের বিয়ের খবরই নেই।

আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া, সোনাম কাপুর বলিউডের একের পর এক অভিনেত্রী মালাবদল করে সাতপাক ঘুরে বিয়ে সেরে ফেলেছেন গত এক বছরে। কিন্তু বিয়ের নাম মুখেই নিচ্ছেন না ক্যাটরিনা কাইফ। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাটরিনা নিজেই।

ক্যাটরিনা বলেন, বিয়ে কোনো ভাবনাচিন্তার বিষয় নয়। বিয়ে করে ফেলতে হয়। শুধু তাই নয়, একজনের সিদ্ধান্তে কখনও বিয়ে হয় না। বিয়ে করতে হলে দুজনের মতামত সবসময় সমান জরুরি। তাই সঠিক সময় হলে, বিয়ে হয়ে যাবে। এটি কেউ আগে থেকে বলে রাখতে পারে না। আর তাই, বিয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়।

ক্যাটরিনার এ উত্তরে কানাঘুষা শুরু হয়েছে যে, তা হলে পাত্র স্বল্পতায় ভুগছেন ক্যাটরিনা? এই সুদর্শনীর কপালে সেই যোগ্য পাত্র জুটবে কবে?