অভিভাবকদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

সন্তানকে ভাল ছাত্রছাত্রীর পাশাপাশি ভাল মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের যৌথভাবে এই আলোচনা সভা আয়োজন করে। শিক্ষায় ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনের লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো গত ৩ ডিসেম্বর এই দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে।

সে অনুসারে এবার প্রথমবারের মত এই দিবসটি উদযাপিত হল। এখন থেকে সারাবিশ্বে প্রতিবছর ২৪ জানুয়ারি আর্ন্তজাতিক শিক্ষা দিবস উদযাপন করা হবে।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। আরও বক্তৃতা করেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ইউনেস্কোর ঢাকা অফিসের প্রধান বিয়াট্রিস কালদুন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন।

আলোচনায় শিক্ষামন্ত্রী মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গবেষণা এবং ভাষা ও গণিতে মনোযোগ বাড়ানোর ওপর বাড়াতে হবে। যতটুকু করি, সেটি যেন মানসম্মতভাবে করি। আমাদের অনেক অর্জন আছে, আরও করতে হবে।

বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ভবিষ্যতের অর্থনীতির প্রয়োজনীয়তার ওপর নজর রেখে মানবসম্পদ গড়ে তোলা হবে।